Features
দার্জিলিং নামটাতেই জড়িয়ে আছে অন্য রকম অনুভূতি। চোখ জোড়ানো প্রাণ ভরানো পাঁচদিনের নির্ঝঞ্জাট দার্জিলিং সফর।
প্রথম দিন-শিয়ালদাহ থেকে ট্রেনে যাত্রা সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছানো।
দ্বিতীয় দিন-নিউ জলপাইগুড়ি থেকে বাসে দার্জিলিং পৌঁছে হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অল্প রেস্ট, বিকেলে চা-স্নাক্স খেয়ে বেরিয়ে পড়ুন মেল, লোকাল মার্কেট, কেনা কাটা করুন। আর একটু বলে দেই মেল এ প্রিয়জনকে আইসক্রিম খাওয়াতে ভুলবেননা যেন। ঘোরাঘুরি করে তাড়াতাড়ি রুমে ফিরে আসুন খাবার খান শুয়ে পড়ুন।
তৃতীয় দিন-অনেক সকালে টাইগার হিল যাত্রা ফিরে এসে টিফিন করে অল্প রেস্ট, রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ুন ঘুম স্টেশন, টি এস্টেট ও বিভিন্ন মার্কেট ঘুরে দেখুন। হোটেলে ফিরে টিফিন করুন রাতের খাবার খান এবং সুখে নিদ্রা যান।
চতুর্থ দিন - সকালের টিফিন করে বেরিয়ে কিছু দর্শনীয় স্থান, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, দার্জিলিং রক গার্ডেন ও রক গার্ডেন দেখা, ফিরে এসে খাবার অল্প রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন, ঘুরুন ফিরুন, কেনা কাটা করুন, হোটেলে ফিরে টিফিন করুন রাতের খাবার খান এবং সুখে নিদ্রা যান।
পঞ্চম দিন - সকালের টিফিন করে বেরিয়ে পরবো নিউ জলপাইগুড়ি স্টেশন এর উদ্দেশ্যে যাত্রা পথে দপুরের খাবার রাতের খাবার খেয়ে নন এসি স্লিপার ক্লাসে সুখে নিদ্রা যান।
ষষ্ঠ দিন- সকালে শিয়ালদাহ এবং সকাল সকাল গৃহে পৌঁছানো।
Specifications
একটি প্যাকেজের মধ্যে সন্নিবিষ্ট থাকছে যে সমস্ত কিছু যেমন-
১.তিনজন থেকে ৪ জন থাকার মতো ঘর টয়লেট ও বাথরুম সম্মিলিত, অনুসঙ্গ গাড়ি বা জীপ সাফারি ও খাবারের ব্যবস্তা বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যায় চা, স্নাক্স ও ডিনার।
২.প্রত্যেক জায়গায় কোম্পানির নিজস্ব খাবার ব্যাবস্তা থাকবে।
৩.ভ্রমন শেষে প্রত্যেকে একটি করে স্মৃতি হিসেবে ভিডিও পাবেন।
৪.এক একটি সাইটে অবসর বিনোদনের জন্য থাকবে খেলাধূলা, গানবাজনা, কুইজ কনটেস্ট এবং ছোটদের জন্য পুরস্কারের ব্যবস্তা।
৫.প্রত্যেকটি ভ্রমন হবে সুসংগঠিত, সন্তোষজনক এবং আকর্ষণীয়।
৬.আমাদের ট্যুর প্রোগ্রামটি অনন্য সুন্দর করতে সদস্যদের মতামতের পরিপেক্ষিতে ভ্রমন পরিকল্পনাটি চুড়ান্ত হবে।
৭.ট্রেন এবং প্লেনে যাত্রার ক্ষেত্রে, সঠিক শুভ যাত্রার তারিখ ৪ মাস আগে জানতে পারবেন। বাস বা অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে শুভ যাত্রার তারিখ একই থাকবে।
৮.ট্রেন ট্যুর এবং প্লেন ট্যুর এর ক্ষেত্রে যে তারিখটি দেওয়া আছে তার চার মাস আগে টিকিট কাটা হবে এবং তখন সঠিক তারিখ জানতে পারবেন। যে তারিখটি এখন দেওয়া আছে এই তারিখটি দু-চার দিন আগে পিছে হতে পারে। চুড়ান্ত পরিকল্পনাটি ভ্রমনের ৪ মাস আগে সবিস্তারে জানতে পারবেন।
৯.তিনমাস আগে কোন হোটেলে থাকবেন তার চিত্র সহ বর্ণনা পেয়ে যাবেন।
আমাদের প্যাকেজের মধ্যে ধরা নেই-
১.লোকাল সাহট সিন করার সময় অটো, টোটো, ঘোড়ার গাড়ি ভাড়া তারপর কোন দর্শনীয় স্থান ঢোকার টিকিট, বিভিন্ন রাইডিং, এবং খেলাধূলার জন্যে নিজেদের খরচা।