Welcome you to SBTMIN!
SISTER & BROTHER TRAVELLING & MARKETING অতি নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যা বর্ষ পূর্ব 21/12/2004 সালে সরকারি সিকৃতি ও অনুমোদন লাভ করে TRAMP TRAVELLER নামে ভ্রমণপিপাসু সমস্ত মানুষের পরিসেবায় আজও এই প্রতিষ্ঠান সুনামের সাথে এগিয়ে চলেছে আপনাদের সহানুভূতি, সহযোগিতা, সাহমর্মিতাকে পাথেয় করে ।
TRAMP TRAVELLER এর মূল কার্য ভ্রমণ পরিষেবার সাথে সথে Marketing যোগে নব ভাবে নব নামে সৃষ্টি হয়েছে SISTER & BROTHER TRAVELLING & MARKETING নামে এই প্রতিষ্ঠান যার স্পর্শে গতানুগতিক পুরোনো পদ্ধতি ভেঙে অঙ্কুরিত হয়েছে এক অভিনব System যার মূল স্তম্ভ হলো একতাই শক্তি আর কর্ম প্রেরণা হলো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে । শুধুমাত্র ভ্রমণ পরিসেবায় নয় , আমাদের প্রয়োজনীয় যাবতীয়, সঠিক দ্রব্য, সঠিক দামে নিজে পেতে সরাসরি উৎপাদন স্তল থেকে এবং অপরকে তা পাওয়ার সুযোগ করে দিয়ে তৈরি করা হয়েছে প্রচুর কর্মসংস্তান ও অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ।
বোন কিংবা ভাহটি কি বেকার? তাই বলে কি সাধ নেই ওদের বিশ্ব ঘুরে দেখার?
কোথাও গ্রীষ্মের দাবদাহ আবার কোথাও হিমশীতলতার চাদর মুড়ি।
কোথাও পাহাড়ি কোনো নদীর গর্জনে আলোড়িত,আবার কোথাও হাজারো চেনা – অচেনা পাখির কলতানে মুখরিত ।
এই হাজারো বৈচিত্রে ভরা বিশ্বকে নিবিড় ভাবে না জেনে, যেন মৃত্যতেও শান্তি নেই ।
আর এই জন্যেই তো SISTER & BROTHER TRAVELLING & MARKETING র সভ্যগনের ঐক্যবদ্ধ প্রচেস্টায় এই মহতী আত্মপ্রকাশ ।
কেন এই ধরনের মার্কেটিং ?
খেয়াল করে দেখেছেন ব্যাবসায়ীরা সংঘটিত আর আমরা মানে ক্রেতারা অসংঘটিত এবং প্রায় সময়ই প্রতারিত অনেক ক্ষেত্রেই বস্তুর দাম এবং গুণগত মান সম্পর্কে সন্দেহ থেকেই যায় । তাই আমাদের মুল লক্ষ্য এই অসংঘটিত ক্রেতাগণকে সংঘটিত করা । বস্তুর গুণমান সঠিক দাম সুনিশ্চিত করা এবং পরিকল্পিত ভাবে কর্মসংগঠন সৃষ্টি করা