Tour Schedule


TOUR DATE DAY
07/03/2025
7 CallBack Request
10/10/2025
7 CallBack Request

Tour Details

  • Main Places: Kolkata to Andaman & Andaman to Kolkata
  • Covering: Andaman and Nicobar Islands

আন্দামান ট্যুর প্লেনে করে।

No of Days: 7

  • আন্দামান পরিচিতি:-
    অক্টোবর থেকে মে মাস পর্যন্ত মনরম আবহওয়া বিরাজ করে এই সময়টা হল আন্দামান ঘোরার উপযুক্ত সময় কোলকাতা থেকে আন্দামান যাবার জন্য দুটি ব্যবস্তা আছে আপনি যদি জাহাজে চেপে আন্দামান যেতে চান তাহলে সময় লাগবে থেকে দিন আর যদি সময় কম করতে চান তাহলে আকাশ পথে মাত্র ঘন্টায় পৌঁছে যাবেন পোর্টব্লেয়ার আন্দামান দ্বীপপুঞ্জ সমগ্র ভারতের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার পারিপার্শ্বিক সৌন্দর্য, সুন্দর নীল সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ অরন্য, লাইসস্টোন গেট এবং ইতিহাসে কালা পানীর নানা কথা জানতে দেশ বিদেশের প্রচুর পর্যটক ছুটে আসে এই আন্দামান দ্বীপে। এখানে উপভোগ করতে পারবেন জাহাজে চেপে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাবার রোমাঞ্চকর অনুভূতি নীল সমুদ্রের হাতছানি আপনাকে মুগ্ধ করবেই জলের মাঝে রয়েছে অনেক ধরনের এডভেঞ্চার ওয়াটার স্পোটর্স আন্দামান ঘুরতে ঘুরতে জানতে পারবেন সেলুলার জেল এবং রস আইল্যান্ডের নানান ইতিহাসের পেক্ষাপট
  • প্রথম দিন- পোর্টব্লেয়ার  ইয়ার পোর্ট থেকে সোজা হোটেলে হোটেলে খাবার খেয়ে এবং অল্প বিশ্রাম নিয়ে পৌঁছে যাব সেলুলার জেল ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনের অন্ধকার স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে এই সেলুলার জেলটি এটি কালাপানি নামেও পরিচিত এখানে জানতে পারবেন স্বাধীনতা সংগ্রামীদের অনেক মর্মান্তিক কাহিনী সেলুলার জেলের উপর থেকে পারিপার্শ্বিক পরিবেশ আপনার মন প্রান ভরে দেবে পোর্টব্লেয়ার  থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত করবাইন কোভ বীচ এই বিচটি স্থানীয় মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি বিচ এখানে আপনার ইচ্ছা করলে নানারকম এডভেঞ্চার sports to ride করতে পারবেন এই বিচের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই বন্ধু এবং পরিবারের লোকের সঙ্গে সময় কাটাবার মত একটি আদর্শ জায়গা Port Blair Wandoor Beach টিও কিছু সময় কাটাবার জন্য একটি আদর্শ বিচ এরপর সর্যাস্তের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে চলে যাব চিড়িয়া টাপু। চিড়িয়া টাপু থেকে অপরুপ সূর্যাস্ত উপভোগ করে আমরা চলে আসব সেলুলার জেলে সেখানে আমরা অংশ গ্রহন করব লাইট এন্ড সাউন্ড শো এ, যারা আন্দামান ভ্রমনে যান তাদের প্রত্যেকেরই উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপরে ব্রিটিশদের অর্বননীয় অত্যাচারের কাহিনী লাইট এন্ড সাউন্ড শো এর মাধ্যমে দেখা। লাইট এন্ড সাউন্ড শো শেষ করে হোটেলে রাতের খাবার খেয়ে আন্দামানেই রাত্রিবাস। 
    দ্বিতীয় দিন নর্থবে আইল্যান্ড এবং রস আইল্যান্ড- 
    সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেড়িয়ে পরব সমস্ত দিনের জন্য। রাজীবগান্ধী ওয়াটার স্পর্টস কমপ্লেক্স থেকে বোটে প্রথমে রস আইল্যান্ড এবং তারপরে রস আইল্যান্ড থেকে নর্থবে আইল্যান্ড এবং নর্থবে আইল্যান্ড থেকে আবার রাজীবগান্ধি ওয়াটার স্পর্টস কমপ্লেক্স। পুরো প্রোগ্রামটি পরিচালিত হবে বোট দ্বারা তাই সময় মেনে সবকিছু করুন। সেলুলার জেলের সঙ্গে যুক্ত ব্রিটিশ আমলাদের বিলাস বহুল জীবনের নিদর্শন পাবেন এই রস আইল্যান্ডে। সবই ভগ্ন প্রায় তবুও স্মৃতি হিসাবে রয়ে গেছে প্রেস, গর্ভমেন্ট অফিস, সাহেবদের বাংলো, ওয়াটার পিউরিফায়ার প্লান্ট, সভাগৃহ, উন্মুক্ত মঞ্চ প্রভৃতি। প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর ব্যবস্থাপনার কারনে প্যারীস অফ ইস্ট নামে পরিচিত ছিল ছোট্ট এই দ্বীপটি। আজও রস আইল্যান্ডের পথে পথে দেখতে পাবেন প্রচুর হরিন এবং ময়ূর। আর নর্থবে আইল্যান্ডে করতে পারবেন অনেক ধরনের ওয়াটার স্পোটর্স।
    তৃতীয় দিন হ্যাভলক আইল্যান্ড - সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পরবো ফিনিক্স-বে জেটির উদ্দেশ্যে। জেটি থেকে  হ্যাভলক আইল্যান্ড যাত্রা শুরু করবো সময় লাগবে দুই ঘন্টা মত । ক্রজ  ছাড়ার কিছু পরে ক্রてজর ডেকে উঠে পরুন আর সমুদ্রের অপরুপ সৌন্দর্যকে সঙ্গী করে নিন সারাজীবনের জন্যে। হ্যাবলক নেমে চেক ইন করে বেড়িয়ে পরবো বিজয়নগর বিচে। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোটর্স হয়। এখানে সব থেকে ভাল হয় স্কুবা ড্রাইভ। বিকেলে চলে আসব রাধানগর বিচ। এই বিচটি এশিয়া মহাদেশের সব থেকে সুন্দর বিচের স্বিকৃতী প্রাপ্ত। এটি আকারে অবতল, দীর্ঘ আর মনোরম জল দেখেই মন মুগ্ধ হয়ে যাবে। অপরুপ সূর্যাস্ত দেখে হোটেলে ফেরা হ্যাভলকে রাত্রি বাস। 
    চতুর্থ দিন- সকালে ব্রেকফাস্ট করে গারিতে করে জেটি পৌঁছানো তারপর স্পিডবোট করে এলিফ্যান্ট বিচ। এই বিচটিতেও হয় নানা রকম ওয়াটার স্পোটর্স কিছু সময় কাটিয়ে হোটেলে ফেরা এবং দুপুরে খাবার খেয়ে ক্রてজ নীল আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা। সময় লাগবে ১ঘন্টা ৩০মিনিট অপরুপ সমুদ্রকে দেখতে দেখতে নীল পৌঁছে যাওয়া হোটেলে চেক ইন করে লক্ষনপুর বিচে মন ভরে সময় কাটান এবং রাত্রি বাস নীল আইল্যান্ডে। 
    পঞ্চম দিন - নীল আইল্যান্ড বিখ্যাত তার জীবন্ত প্রবালের জন্য। ছোট এই আইল্যান্ডের জন-সংখ্যা খুবই কম। এই দ্বীপের সৈকত জুরে ছড়িয়ে আছে অসংখ্য সাদা প্রবাল নানা ধরনের ঝিনুক, ছোট শঙ্খ এসব অবশ্য সংগ্রহ করা নিসিদ্ধ। জলে জীবন্ত প্রবাল আর মাছেদের লুকোচুরি সারা জীবন মনে রাখার মত স্মৃতি। সকালে চলে আসুন সিতাপুর বিচে এটি সানরাইস বিচ। সূর্যদয় দেখে সোজা চলে যান ন্যাচারাল ব্রিজ দেখতে, ব্রিজ দেখে হোটেল ছেড়ে লাগেজ নিয়ে চলে আসুন ভরতপুর বিচে। সুমদ্র ছান করে বিকেলে ক্রてজ  অপরুপ সমুদ্র সৌন্দর্য দেখতে দেখতে চলে আসুন পোর্টব্লেয়ার এবং পোর্টব্লেয়ার রাত্রি যাপন।

    ষষ্ঠ দিন বারাতাং ভ্রমন - সবাই মিলে সকাল সকাল হালকা টিফিন করে বেরিয়ে পড়বো বারাতং এর উদ্দেশ্যে। দুরত্ব প্রায় ১০০ কিলোমিটার  সময় লাগবে প্রায় তিন ঘন্টা। প্রায় ১ঘন্টা ৪৫মিনিট লাগবে জীরকাটাং চেকপোস্টে আসতে। এখান থেকে সমস্ত গাড়ি একত্রিত হয়ে একসাতে কনভয় করে যেতে হবে। কনভয় ছাড়ার সময় সকাল ১০টা। কনভয় করে গাড়ি ছাড়ার কারন এটি হল জারোয়া রিজার্ব ফরেস্ট ভাগ্য ভাল থাকলে  এদের দর্শন পেতেই পারেন। ছবি তোলা কঠোর ভাবে নিষিদ্ধ। আরও ১ঘন্টার কিছু বেশি সময়ে পৌঁছে যাব মিডিল স্টেট জেটি ,ওপারেই বারাতাং। সময় নস্ট না করে লঞ্চে ওপারে গিয়ে স্পিড বোট ভাড়া করে দেখতে যেতে হবে লাইম স্টোন কেভ। ৩০মিনিটের এক মনমুগ্ধকর জল যাত্রায় পৌঁছে যাব এক ম্যানগ্রোভ গভীর অরণ্যে। সেখান থেকে এক কিলোমিটার ট্রেকিং করার পর পাওয়া যাবে একটু বিশ্রামের জায়গা। আর একটু গেলেই বিশাল লাইম স্টোন কেভ কিছু অসাধারন মুহূর্ত স্মৃতি করে রওনা দেব বারাতাং জেটির উদ্দেশ্যে। লাঞ্চ সেরে লঞ্চ ধরে ওপার গিয়ে গাড়ি নিয়ে পোর্টব্লেয়ার যাত্রা। শেষ কনভয় বেলা ৩ টে এবং পোর্টব্লেয়ার রাত্রি বাস। 
    সপ্তম দিন- সকালে টিফিন সেরে পোর্টব্লেয়ার  এয়ারপোর্ট যাত্রা এবং টিকিট টাইম হিসাবে পোর্টব্লেয়ার এয়ারপোর্ট থেকে প্লেনে কলকাতা এয়াপোর্টে অবতরন এবং যার যার গৃহে প্রত্যাবর্তন।  

Product Code: 10

  • Rs 42000 + GST

একটি প্যাকেজের মধ্যে সন্নিবিষ্ট থাকছে যে সমস্ত কিছু যেমন-
১. তিনজন  থেকে ৪ জন থাকার মতো ঘর টয়লেট ও বাথরুম সম্মিলিত, অনুসঙ্গ গাড়ি বা জীপ সাফারি ও খাবারের ব্যবস্তা বেড টি , ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যায় চা, স্নাক্স ও ডিনার। 
২. প্রত্যেক জায়গায় কোম্পানির নিজস্ব খাবার ব্যাবস্তা থাকবে। 
৩. ভ্রমন শেষে প্রত্যেকে একটি করে স্মৃতি হিসেবে ভিডিও পাবেন।
৪. এক একটি সাইটে অবসর বিনোদনের জন্য থাকবে খেলাধূলা, গানবাজনা, কুইজ কনটেস্ট এবং ছোটদের জন্য পুরস্কারের ব্যবস্তা।
৫.  প্রত্যেকটি ভ্রমন হবে সুসংগঠিত, সন্তোষজনক এবং আকর্ষণীয়।
৬. আমাদের ট্যুর প্রোগ্রামটি অনন্য সুন্দর করতে সদস্যদের মতামতের পরিপেক্ষিতে ভ্রমন পরিকল্পনাটি  চুড়ান্ত হবে।  
৭.  ট্রেন এবং প্লেনে যাত্রার ক্ষেত্রে, সঠিক শুভ যাত্রার  তারিখ ৪ মাস আগে জানতে পারবেন । বাস বা অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে শুভ যাত্রার তারিখ একই থাকবে। 
৮.  ট্রেন ট্যুর এবং প্লেন ট্যুর এর ক্ষেত্রে যে তারিখটি দেওয়া আছে তার চার মাস আগে টিকিট কাটা হবে এবং তখন সঠিক তারিখ জানতে পারবেন । যে তারিখটি এখন দেওয়া আছে এই তারিখটি দু- চার দিন আগে পিছে হতে পারে । চুড়ান্ত পরিকল্পনাটি ভ্রমনের ৪ মাস আগে সবিস্তারে জানতে পারবেন।
৯. তিনমাস আগে কোন হোটেলে থাকবেন তার চিত্র সহ বর্ণনা পেয়ে যাবেন।

আমাদের প্যাকেজের মধ্যে ধরা নেই-
১.  লোকাল সাহট সিন করার সময় অটো, টোটো, ঘোড়ার গাড়ি ভাড়া তারপর কোন দর্শনীয় স্থান ঢোকার টিকিট, বিভিন্ন রাইডিং, এবং খেলাধূলার জন্যে নিজেদের খরচা।

নিয়মাবলী - 
১.  আমাদের এখানে এসোসিয়েট হতে গেলে মূল শর্ত হল মান্থলি যে কোন ট্যুর প্যাকেজে নিজেকে যুক্ত করা ।ধরে নেই  জানুয়ারী মাসে সে ট্যুর প্যাকেজে যুক্ত হল ট্যুর মান্থ নভেম্বর তাহলে ১১ মাস, ট্যুর প্যাকেজের যে টাকা ১০ মাসে ভাগ হয়ে যাবে । এটিই হল তার মান্থলি পে।
২. পেমেন্ট করার পর যদি কোন এসোসিয়েট বা কাস্টোমার কোন অনিবার্য কারনে যেতে না পারে তাহলে চার মাস আগে জানালে অন্য কেউ ট্যুর প্যাকেজে উপস্থিত থাকতে পারবে অথবা পরবর্তী প্রোগ্রাম ডেটে নেওয়া যেতে পারে , একান্তই যেতে পারছে না, সমমূল্যের কোন প্রোডাক্ট দেওয়া যেতে পারে ।  টিকিট কাটা, হোটেল বুকিং হয়ে গেলে, প্রোগ্রাম, এসোসিয়েট অথবা কাস্টমার ক্যানসিল করলে ক্ষতি অনুযায়ী টাকা কেটে নেওয়া হবে । যদি কিছু অবশিষ্ট থাকে পরবর্তী ট্যুরে বা প্রোডাক্টে এ্যাডজাস্ট করা যেতে পারে।
৩.  প্রত্যেকটি সহযোগী আমাদের কাছে   খুবই গুরুত্বপূর্ণ । কোন সহযোগীর দ্বারা কোন সহযোগীর এবং প্রতিষ্ঠানের কোনরুপ ক্ষতি কারক কার্য হলে কতৃপক্ষ যে কোন কঠোর সিন্ধান্ত নিতে বাধ্য হবে।
৪.  সদস্যগন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ব্যাবসায়িক নিয়ম অনুযায়ী ন্যায় সঙ্গত যে উপার্জন করবেন সেই অর্থ মাসের ৫ তারিখ ব্যাঙ্কের মাধ্যমে অথবা যে ন্যায় সঙ্গত পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পাবেন । যদি কোন কারনে ৫ তারিখ রবিবার হয় অথবা কোন সরকারি ছুটি থাকে তাহলে ৬ তারিখ পাবেন।  
৫. এসোসিয়েট (সহযোগী) দের ক্ষেত্রে একটি বাৎসরিক ট্যুর প্রোগ্রাম নিতে হবে।

Share

Similar